প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রুশ প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ২১:৪২
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রুশ প্রধানমন্ত্রীর অভিনন্দন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

৭ জানুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন। তিনি বলেছেন, বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের চেতনায় বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ক বিকশিত হচ্ছে।


১৩ জানুয়ারি, শনিবার ঢাকার রুশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।


রাশিয়ার প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নবগঠিত সরকারের প্রধানের পদে নিযুক্ত হওয়ায় আপনাকে (শেখ হাসিনা) রুশ ফেডারেশন সরকার ও ব্যক্তিগতভাবে আমি অভিনন্দন জানাই। সরকার পর্যায়ে দুই দেশের সক্রিয় কার্যক্রমে বাণিজ্য ও অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত, সাংস্কৃতিক ও মানবিক ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতায় আরও জোরদার হবে বলে তিনি বিশ্বাস করেন, যা সম্পূর্ণভাবে দুই দেশকে লাভবান করবে।


শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দায়িত্বশীল কর্মকাণ্ডের সাফল্য কামনা করেন মিখাইল মিশুস্টিন।


এর আগে শেখ হাসিনাকে পাঠানো অভিনন্দনপত্রে পুতিন বলেছিলেন, ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের চেতনায় বিকশিত হয়ে আসছে। আশা করি, সরকারপ্রধান হিসেবে আপনার কার্যক্রম আমাদের দেশের জনগণের সুবিধার জন্য গঠনমূলক দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে আরও অবদান রাখবে।’


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com