
জামালপুরে পরিত্যাক্ত অবস্থায় একটি মর্টার সেল পাওয়া গেছে। নিরাপত্তার জন্য জায়গাটি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় জামালপুর সদরের কোজগড় এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশের পরিত্যাক্ত জায়গায় একটি মর্টার সেল দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে এসে নিরাপত্তার জন্য পড়ে থাকা মর্টার সেলের জায়গাটিকে ঘিরে রাখে।
ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস ও অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন। এ সময় তারা জানান, মর্টার সেলটি উদ্ধার ও নিষ্ক্রিয় করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘাটাইল ক্যান্টনমেন্টের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেয়া হয়েছে। ঘটনাস্থলে অনেক উৎসুক জনতা ভীড় করেছে।
বিবার্তা/ওসমান/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]