ভোট কাস্ট : সর্বোচ্চ গোপালগঞ্জে, সর্বনিম্ন ঢাকায়
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৩:১৬
ভোট কাস্ট : সর্বোচ্চ গোপালগঞ্জে, সর্বনিম্ন ঢাকায়
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোট কাস্ট হয়েছে গোপালগঞ্জ-৩ আসনে। এ আসনে মোট ভোট কাস্ট হয়েছে ৮৭.২৪ শতাংশ। অন্যদিকে, দেশের সবচেয়ে কম ভোট কাস্ট হয়েছে ঢাকা-১৫ আসনে। এ আসনে মোট ভোট কাস্ট হয়েছে ১৩.৪ শতাংশ।


রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো ফলাফল পর্যবেক্ষণ করে এ তথ্য জানায় নির্বাচন কমিশন (ইসি)।


ইসি জানায়, গোপালগঞ্জ-৩ আসনে ভোটের হার সবচেয়ে বেশি। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নৌকা প্রতীকে নির্বাচন করেছেন এ আসনে। তিনি ভোট পেয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৯৯২ ভোট। যা ৮৭ দশমিক ২৪ শতাংশ। এই আসনে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ২৯৭ জন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী এম নিজাম উদ্দিন ৪৬৯ ভোট।


ইসি আরও জানায়, সর্বনিম্ন ভোট পড়েছে ঢাকা-১৫ আসনে। এখানে ভোট পড়েছে ১৩ দশমিক ৪ শতাংশ। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৫০৭ জন। নৌকা প্রতীকে কামাল আহমেদ মুজমদার ভোট পেয়েছেন ৩৯ হাজার ৬৩২ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গলের প্রার্থী সামসুল হোক ভোট পেয়েছেন ২ হাজার ৪৪ ভোট।


৭ জানুয়ারি ভোটের তারিখ রেখে গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের তফসিল ঘোষণা করেন। এর মধ্যে এক বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় নওগাঁও-২ আসনের নির্বাচন বাতিল করে ইসি। ময়মনসিংহ-৩ আসনে অনিয়মের কারণে ভোটের ফলাফল স্থগিত রাখা হয়। সব মিলিয়ে নির্বাচন শেষে ২৯৮ আসনের ফলাফল প্রকাশ করে ইসি।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com