
টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের এই ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
৮ জানুয়ারি, সোমবার গঙ্গাসাগর মেলায় কপিলমুনির আশ্রম পরিদর্শনে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, বাংলাদেশে খুব ভালোভাবে নির্বাচন হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় ফিরেছে। আমাদের অভিনন্দন থাকবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের প্রতি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক বরাবর অত্যন্ত ঘনিষ্ঠ। বছরের নানা সময় দুই বাংলার মধ্যে উপহার বিনিময় হয়ে থাকে। প্রতি বছর গ্রীষ্মে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও প্রধানমন্ত্রীকে আম পাঠান শেখ হাসিনা। দুর্গোৎসবের সময় প্রচুর ইলিশ রপ্তানি ও উপহারও পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]