
রাজধানীর জুরাইনের বস্তির একটি ঘরে অভিযান চালিয়ে বিপুলসংখ্যক ককটেল, পেট্রোল বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে জুরাইন রেলগেটসংলগ্ন রেললাইনের পাশের বস্তির ঘর থেকে এসব উদ্ধার করে র্যাব সদস্যরা। পরে ওই ঘর থেকে তিনজকে আটক করা হয়েছে।
রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সেখানে বিপুলসংখ্যক বিস্ফোরক পাওয়া গেছে। তিনি জানান, বস্তির ওই ঘরে ৩০টি ককটেল ও ২৮ টি পেট্রোল বোমা পাওয়া গেছে। আলমগীর, রাব্বি ও কাশেম নামে তিনজনকে আটক করা হয়েছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]