এ দেশে নাশকতা করে কেউ পার পাবে না: র‌্যাব মহাপরিচালক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ২১:৩৬
এ দেশে নাশকতা করে কেউ পার পাবে না: র‌্যাব মহাপরিচালক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসে ট্রেনে আগুনে ৪ জনের নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ‘আমরা এর পেছনে লেগে আছি। আমরা আশ্বস্ত করতে চাই, এ দেশে নাশকতা করে কেউ পার পাবে না। আজ অথবা কাল তারা আইনের হাতে ধরা পড়বেই।’


১৯ ডিসেম্বর, মঙ্গলবার র‌্যাবের দশম বর্ষপূর্তি উপলক্ষে র‌্যাব-১৪ ময়মনসিংহের কার্যালয়ে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন র‌্যাব মহাপরিচালক।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুধু রেললাইনে নয়, গত ২৮ অক্টোবর থেকে সারা দেশে নাশকতা করা হচ্ছে। বাসে আগুন দেওয়া হচ্ছে, রেললাইনের ফিসপ্লেট খুলে খেলা হচ্ছে, লাইন কেটে ফেলা হচ্ছে ও আগুন দেওয়া হচ্ছে। আমরা যারা আইনপ্রয়োগকারী সংস্থা রয়েছি সাধারণত দুই ধরণের দায়িত্ব পালন করি। একটি হচ্ছে পোশাকে টহল, অন্যটি হচ্ছে সাদা পোশাকে তথ্য সংগ্রহ করি। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এরই মধ্যে টঙ্গীর ঘটনায় যারা জড়িত তাদের গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতার করার চেষ্টা চলছে।’
র‌্যাব মহাপরিচালক আরও বলেন, ‘৭ জানুয়ারি নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে যা যা করা দরকার তা আমরা করব। যদি কেউ বাধাগ্রস্ত করতে চায় তাহলে কঠোর হস্তে দমন করা হবে। আমরা সকলের সঙ্গে মিলে নির্বাচনে আগে, নির্বাচনের সময় ও নির্বাচন পরবর্তী তিন ধাপে দায়িত্ব পালন করি। নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ভোটগ্রহণ কর্মকর্তা ও যারা ভোট দিতে আসবেন তারা ভোট দিয়ে নির্বিঘ্নে যেন বাড়ি ফিরতে পারেন তার ব্যবস্থা করা হবে। পরবর্তী পর্যায়েও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনকে ঘিরে যত ধরনের আইনী ব্যবস্থা নেওয়া দরকার সেভাবে নেওয়া হচ্ছে। সহিংসতা কেউ করতে চাইলে র‌্যাব কঠোরভাবে দমন করবে।’


র‌্যাব প্রধান বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে নির্বাচন কমিশন থেকে তফশিল ঘোষণা করা হয়েছে। দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে এর কোনো বিকল্প নেই। এরই মধ্যে মনোনয়নপত্র জমা, বাছাই ও প্রতীক বরাদ্দ হয়েছে। নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। এখন আমরা যারা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বে নিয়োজিত রয়েছি, আমাদের কাজ হচ্ছে নির্বাচনের আগে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা।


এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, র‌্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ঈসমাইল হোসেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী প্রমুখ।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com