দুবাই থেকে এক হাজার টন পেঁয়াজ আমদানি করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামীকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রথম চালানের ৫৮ টন পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে বলে জানা গেছে।
টিসিবির কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশি প্রতিষ্ঠান সাহাঞ্জীব লিমিটেডের মাধ্যমে দুবাইয়ের প্রতিষ্ঠান গোল্ডেন উইংস জেনারেল লিমিটেড থেকে এ পেঁয়াজ আমদানি করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে আমদানিকৃত এই পেঁয়াজের চালান দেশে এসে পৌঁছাবে। মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে প্রথম চালানটির ডেলিভারি নেবে টিসিবি।
এদিকে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির গণমাধ্যমকে জানান, ভারত থেকে আগে আমদানি করা পেঁয়াজ ইতোমধ্যে গুদামে এসে পৌঁছেছে। এবার দুবাই থেকে প্রথম চালান আসছে। এরইমধ্যে ভ্রাম্যমাণ ট্রাকসেলে পেঁয়াজ বিক্রি শুরু হচ্ছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]