ভোটের তারিখ নির্ধারণে ইসির বৈঠক শুরু
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ১৭:২৩
ভোটের তারিখ নির্ধারণে ইসির বৈঠক শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল নিয়ে বৈঠকে বসেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।


১৫ নভেম্বর, বুধবার বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির কক্ষে জাতীয় নির্বাচনের তফশিল নিয়ে বসে আউয়াল কমিশন।


এদিন বিকেল ৪টা ৫০ মিনিটের পর সিইসির কক্ষে একে একে প্রবেশ করেন চারজন নির্বাচন কমিশনার। এসময় প্রবেশ করে ইসি সচিব মো. জাহাংগীর আলমও।


এর আগে সকালে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, আজ বিকেল ৫টায় বর্তমান কমিশনের ২৬তম সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল চূড়ান্ত করা হবে। সেই অনুযায়ী সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার সরাসরি ভাষণ প্রদান করবেন। সেই ভাষণেই তিনি সমগ্র দেশবাসীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফশিল জানিয়ে দেবেন।


নির্বাচন কমিশন সচিবালয়ের নিরাপত্তা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এ বিষয়টি দেখবে আইনশৃঙ্খলা বাহিনী। আমি তাদেরকে অনুরোধ রেখেছি, তারা কী কৌশল নিয়েছেন, তা তারা বলতে পারবেন।


নির্বাচনের পরিবেশ নিয়ে ইসির পর্যবেক্ষণ জানতে চাইলে জাহাংগীর আলম বলেন, রাজনৈতিক বিষয়গুলো নিয়ে প্রশ্ন করলে, আমরা বিব্রত হই। এটা রাজনৈতিক ইস্যু। আমরা বারবার বলেছি, নির্বাচন কমিশন মনে করে, তফশিল ঘোষণার মতো পরিবেশ আছে।


তফশিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো প্রচারণা শুরু করতে পারবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, রাজনৈতিক দলগুলো প্রতীক বরাদ্দের পর থেকে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত প্রচারণা চালাতে পারবে। তবে, এরপর রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রম চালাতে পারবে।


আজ সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ সম্প্রচার করতে গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়ে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, গণমাধ্যমের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সঙ্গে লিংক আপ করে আপনারা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করবেন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com