দেশে তফসিল ঘোষণার পরিবেশ আছে: ইসি সচিব
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ১০:৫২
দেশে তফসিল ঘোষণার পরিবেশ আছে: ইসি সচিব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে উপযুক্ত পরিবেশ আছে বলেই তফসিল ঘোষণা হচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের মুখপাত্র ও সচিব মো. জাহাংগীর আলম।


বুধবার (১৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।


সংবাদ সম্মেলনে তিনি জানান, আজ সন্ধ্যা ৭টায় সরাসরি বাংলাদেশ টেলিভিশন ও বেতারে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণা করবেন। এর আগে বিকেল ৫টায় ইসি সভা অনুষ্ঠিত হবে। দেশে তফসিল ঘোষণার পরিবেশ আছে বলেও দাবি করেন ইসি সচিব।


সাধারণত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে বৈঠক করে নির্বাচন কমিশন। এরপর প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়। সন্ধ্যায় ওই ভাষণ প্রচার করা হয়। কিন্তু এবারই সরাসরি ভাষণ দেবেন সিইসি।


রাজনৈতিক সমঝোতা ছাড়া তফসিল ঘোষণা হলে নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল কর্মসূচি ঘোষণা করে রেখেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন। এছাড়া বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা অন্যান্য রাজনৈতিক দল ও জোট তফসিল ঘোষণা করা হলে কঠোর কর্মসূচি দেওয়ার কথা বলছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com