আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে ইসি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ১২:১০
আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে ইসি
বিবার্তা প্রতিবেক
প্রিন্ট অ-অ+

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মাঠে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ থেমে নেই। নির্বাচন ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ থাকলেও সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় নির্বাচন কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন ভোটের পরিবেশ সুষ্ঠু করার পরিকল্পনায় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।


সোমবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।


বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশনারগণ ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।


বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক, র‍্যাপিড অ্যাকশন র‍্যাব, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্ট, গার্ড, এনএসআই, ডিজিএফআই’র মহাপরিচালক, এসবি’র অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বৈঠকে যোগ দেন।


ইসি সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে একযোগে ভোট অনুষ্ঠিত হওয়ায় ও ভোটকেন্দ্র বেশি হওয়ায় এবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বেশি মোতায়েন হতে পারে। এছাড়া নিরাপত্তা পরিকল্পনাও নিতে হবে এখনই। এ বৈঠকের গুরুত্ব অনেক বেশি বলে মনে করছেন নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এদিকে ইসি সূত্রে জানা গেছে, চলতি বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার লক্ষ্য নিয়ে সকল কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এতে ভোটগ্রহণ জানুয়ারির প্রথম সপ্তাহে হওয়ার কথা রয়েছে।


সর্বশেষ ভোটার হালনাগাদ অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৩৭ জন। তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করার সুযোগ সৃষ্টি করায় এই সংখ্যা আরও বাড়তে পারে। আসন্ন দ্বাদশ নির্বাচনে প্রায় ১০ লাখ ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ করা হবে।


বিবার্তা/রিয়াদ/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com