নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা কম: মাহফুজ আনাম
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ১২:২০
নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা কম: মাহফুজ আনাম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা কম এটা আপনাদের দোষ না এমনটা জানিয়ে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, জনগন আপনাদের দিকে তাকিয়ে আছে। সুষ্ঠ নির্বাচন করার জন্য আপনাদের যা যা করনীয় আপনারা তা করেন।


২৬ অক্টোবর, বৃহস্পতিবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে "দ্বাদশ সংসদ নির্বাচন: গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা" শিরোনামে আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন।


মাহ্ফুজ আনাম বলেন, আমরা গনমাধ্যম কর্মীরা গনতন্ত্রে বিশ্বাস করি। আমারা একটি সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই।


তিনি আরও বলেন, আপনি কারো গ্রাহ্য করবেন না আপনি আপনার কাজ করবেন। নির্বাচন হচ্ছে গনতন্ত্রের পিলার। আপনারা তা রক্ষায় কাজ করবেন।


মাহফুজ আনাম বলেন, আমার অনুরোধ ফজরের পর ব্যালট পাঠাবেন। কারো কোন কথা শুনবেন না। ব্যালেট পেপার সকালে পাঠাবেন। এবং অতীতের নির্বাচন কমিশন কি করেছে তার থেকে ধারনা নিয়ে আপনারা নির্বাচন করবেন।


সংলাপে বিভিন্ন গণমাধ্যমের ৩৮ জন সিনিয়র সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়। প্রধান নির্নাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে চার নির্বাচন কমিশনারসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।


বিবার্তা/রিয়াদ/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com