
যশোরের বেনাপোল বন্দর দিয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য স্যালাইন আমদানি করা হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে ২৭ হাজার ৭৮০ ব্যাগ স্যালাইন বেনাপোল বন্দরে প্রবেশ করে।
ঢাকার জাস কর্পোরেশন নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান স্যালাইনগুলো আমদানি করেছে। এর রফতানিকারক প্রতিষ্ঠান হলো ভারতের জেনটেক্স ফার্মাসিটিক্যাল।
গত ৯ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে স্যালাইন আমদানির কথা জানিয়েছিলেন। প্রতি পিস স্যালাইন ভারত থেকে কেনা দাম দাঁড়াচ্ছে ৬১ টাকা ৩৫ পয়সা। পর্যায়ক্রমে প্রাথমিক অবস্থায় ৭ লাখ ব্যাগ স্যালাইন আমদানি করা হবে বলে জানা গেছে।
আমদানিকারকের প্রতিনিধিরা জানান, বর্তমান সংকটের মুহূর্তে আমদানিকৃত স্যালাইন বড় ভূমিকা রাখবে এবং তা কম মূল্যে মানুষ ক্রয় করতে পারবেন।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, ভারত থেকে ২৭ হাজার ৭৮০ ব্যাগ আমদানিকৃত স্যালাইন বন্দর থেকে দ্রুত ছাড়করণে সহযোগিতা করছে বন্দর কর্তৃপক্ষ।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]