
নৌকার পক্ষে ভোট চাওয়া জামালপুরের জেলা প্রশাসক মো. ইমরান আহমেদকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখার উপসচিব মেহেদী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বদলির আদেশ দেয়া হয়।
এর আগে গত সোমবার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান জামালপুরের জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ।
তিনি বলেন, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা। আমাদের এই স্বাধীনতার সুফল যোগাযোগ ও উন্নয়ন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
তিনি আরো বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এই সরকারকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে। এটাই হোক আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আমি এটা মনে করি, আপনারা নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না।
সোমবার বিকেলে জেলার মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মো. ইমরান আহমেদের বক্তব্য বেশ সমালোচিত হয়।
এরপর বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখার উপসচিব মেহেদী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বদলির আদেশ দেয়া হয় এবং জামালপুর জেলা নতুন জেলা প্রশাসক হিসাবে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমীর সাবেক উপ-পরিচালক (উপসচিব) শফিউর রহমানকে নিযুক্ত করা হয়।
বিবার্তা/হারুনী/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]