অভিভাবক হিসেবে মাকে স্বীকৃতি দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ২২:১৬
অভিভাবক হিসেবে মাকে স্বীকৃতি দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিক্ষাসহ প্রয়োজনীয় সব ফরম পূরণে সন্তানের অভিভাবক হিসেবে মাকে স্বীকৃতি দিয়ে রায় প্রকাশ করেছে হাইকোর্ট।


৩০ আগস্ট, বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ ১৪ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেছেন।


এ রায়ের ফলে ‘বাবা’ অথবা ‘মা’ অথবা আইনগত অভিভাবকের কেউ একজনের নাম দিয়ে ফরম পূরণ করা যাবে। প্রকাশিত রায়ে, সব ফরম সংশোধনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শিক্ষা মন্ত্রণালয়সহ সব শিক্ষাবোর্ডকে নির্দেশনা দেয়া হয়েছে।


এর আগে, ২০০৭ সালের ২৮ মার্চ ‘বাবার পরিচয় নেই, বন্ধ হলো মেয়ের লেখাপড়া’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি যুক্ত করে ২০০৯ সালে রিট করা হয়।


আবেদনকারীদের আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা বলেন, এই রায়ের ফলে মায়ের অধিকারও আংশিক প্রতিষ্ঠিত হলো। আর মা-বাবার পরিচয়হীন যেকোনো শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত হলো।


উল্লেখ্য, যখন রিটটি করা হয়, তখন শিক্ষাক্ষেত্রে অভিভাবকের ঘরে তথ্য হিসেবে বাবার নাম লেখা বাধ্যতামূলক ছিল। এরপর মায়ের নাম উল্লেখ করতে হতো।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com