জাতীয়
আইনের অপব্যবহার রোধে ডিজিটাল সিকিউরিটি আইনের পরিবর্তন: কাদের
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ২১:১৩
আইনের অপব্যবহার রোধে ডিজিটাল সিকিউরিটি আইনের পরিবর্তন: কাদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢালাওভাবে আইনের অপব্যবহার রোধে ডিজিটাল সিকিউরিটি আইনের পরিবর্তন করেছে সরকার বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


৮ আগস্ট, মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আয়োজিত বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রী সমাবেশে এ কথা বলেন তিনি।


ওবায়দুল কাদের বলেন, বিএনপির এক দফার বেলা শেষ হয়ে গেছে, দম ফুরিয়ে এসেছে বিএনপি নেতাদের। রুটিন মাফিক ভারত সফরে গেছে আওয়ামী লীগের ৫ সদস্যের প্রতিনিধি দল। এর আগে চীনেও গেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। ভারত সফরে যাওয়ার পর বিএনপি নেতাদের রাতে ঘুম নেই।


বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাংলাদেশের নির্বাচন ও রোহিঙ্গাদের সহায়তার বিষয়ে বিদেশিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এই বছর পৃথিবীর ২২টি দেশে নির্বাচন হবে। বাংলাদেশ কি এমন অপরাধ করল ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, আমেরিকা সবাই ঘুরেফিরে কেন বাংলাদেশ? নাইজার, সুদানে তাদের খবর নেই।


রোহিঙ্গাদের নিয়ে প্রথমে মানবতার নিয়ে প্রশংসা। টেকনাফে জনসংখ্যা ৪ লাখের বেশি। এর মধ্যে ১১ লাখ এসেছে, বাড়তে বাড়তে ১২/১৩ লাখ হয়েছে। বাংলাদেশ কিভাবে এই লোকগুলিকে খাওয়াবে? আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য, কক্সবাজার ধ্বংস হয়ে গেছে। সাহায্য কমে যাচ্ছে। প্রায় আমাদেরই ভরণপোষণ করতে হচ্ছে। এই রোহিঙ্গাদের কি অপরাধ? জাতিসংঘ কি শুধু শেখ হাসিনার প্রশংসা করে দায়িত্ব শেষ করবে?


ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ছাত্রী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


বিবার্তা/সোহেল/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com