রোহিঙ্গা শিবিরের স্কুলগুলোতে ৩ লাখ শিশু নিবন্ধিত
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ২৩:৫৯
রোহিঙ্গা শিবিরের স্কুলগুলোতে ৩ লাখ শিশু নিবন্ধিত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশে রোহিঙ্গা শিবিরের স্কুলগুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে তিন লাখ শিশু নিবন্ধিত হয়েছে। রবিবার (২৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউনিসেফ বাংলাদেশ।


জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সংস্থাটি জানায়, নতুন শিক্ষাবর্ষে প্রথমবারের মতো সব বয়সের রোহিঙ্গা শিশু মিয়ানমারের পাঠ্যক্রমে পড়াশোনা করবে। ২০২১ সালে চালু হওয়ার পর থেকে কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে এই আনুষ্ঠানিক পাঠ্যক্রমটি ধীরে ধীরে গ্রেড-৩ থেকে গ্রেড-৫ পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। এবার গ্রেড-১০ পর্যন্ত চালু হয়েছে।


বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, মিয়ানমারে রোহিঙ্গা শিশুদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা।


ইউনিসেফের মতে, বড় শিশুদের জন্য নতুন এই সুযোগের পাশাপাশি একটি সর্বাত্মক প্রচারাভিযানের মাধ্যমে স্কুলের বাইরে থাকা ১৩ হাজারের বেশি শিশুকে শ্রেণিকক্ষে আনা সম্ভব হয়েছে। এ বছর রেকর্ড উপস্থিতির মূলে কাজ করেছে কিশোরীদের শিক্ষা চালিয়ে যেতে সহায়তা প্রদান। শুধু মেয়েদের জন্য শ্রেণিকক্ষ তৈরি এবং নারীদের সাহচর্যে কিশোরীদের স্কুলে পাঠাতে ইউনিসেফ ও তার সহযোগীরা রোহিঙ্গাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে।


ইউনিসেফ জানায়, ২০১৭ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গার মধ্যে অর্ধেক শিশু, তারা একটি ঘনবসতিপূর্ণ শিবিরে বসবাস করছে। সেখানে ৩ হাজার ৪০০ শিক্ষাকেন্দ্রে রোহিঙ্গা শিশুদের শিক্ষাদান কার্যক্রম চলছে। এর মধ্যে ২ হাজার ৮০০টি শিক্ষাকেন্দ্র ইউনিসেফের সমর্থিত। আরও রয়েছে কমিউনিটি বেসড লার্নিং সুবিধা।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com