জাতীয়
নির্বাচনকেন্দ্রিক সংলাপ নিয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না: উজরা জেয়া
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ১৬:৩৪
নির্বাচনকেন্দ্রিক সংলাপ নিয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না: উজরা জেয়া
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী জাতীয় সংসদ নির্বাচন‌কে সাম‌নে রে‌খে রাজ‌নৈ‌তিক দলগু‌লোর ম‌ধ্যে সংলাপ নি‌য়ে প্রত্যক্ষ কো‌নো হস্ত‌ক্ষেপ কর‌বে না বলে জানিয়েছেন মা‌র্কিন পররাষ্ট্র দফতরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। একইসঙ্গে দেশটি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় বলেও মন্তব্য করেন তিনি।


১৩ জুলাই, বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।


এসময় উজরা জেয়া জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের মন্ত্রীরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জোরালো বার্তা দিয়েছেন। তারা এটি করতে প্রতিশ্রুতিবদ্ধ।


বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো ভূমিকা রাখবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উজরা জেয়া বলেন, এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই।


এক প্রশ্নের জবাবে মার্কিন আন্ডার সেক্রেটারি জেয়া সাংবাদিকদেরকে বলেন, নির্বাচন কবে হবে তা বাংলাদেশই ঠিক করবে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com