আরপিও নিয়ে রবিবার মুখ খুলবেন সিইসি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ১২:৩১
আরপিও নিয়ে রবিবার মুখ খুলবেন সিইসি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অবশেষে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী বিল নিয়ে মুখ খুলতে রাজি হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার (৯ জুলাই) এ বিষয়ে প্রেস ব্রিফিং করবেন ভোট আয়োজনকারী সংস্থাটির প্রধান।


বৃ্হস্পতিবার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক সাংবাদিকদের এ বিষয়ে নিশ্চিত করেছেন।


তিনি জানান, আগামী ৯ জুলাই রবিবার বেলা সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বিষয়ে প্রেস ব্রিফিং করবেন। ব্রিফিং অনুষ্ঠানটি নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরের সামনে অনুষ্ঠিত হবে।


গত বুধবার আইন আকারে জারি হওয়ার আগে জাতীয় সংসদে পাস হওয়া গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী বিল নিয়ে আগাম কোনো মন্তব্য করতে রাজি হননি কাজী হাবিবুল আউয়াল। সেদিন তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছিলেন, আমরা আপনাদেরকে বলবো। বিস্তারিত আপনাদের প্রশ্নের জবাব দেবো বিলটা সম্পর্কে। এটাকে আইন হতে দেন। এ বিষয়ে কোনো মন্তব্য করবো না। ধন্যবাদ।


ভোট বন্ধে নির্বাচন কমিশনের ক্ষমতা কমিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়েছে গত মঙ্গলবার। বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সদস্যদের আপত্তির মুখে জাতীয় সংসদে এ বিল পাস হয়। যদিও আইনমন্ত্রী আনিসুল হক সংসদে দাবি করেন, নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা খর্ব করা হয়নি।


বিবার্তা/সানজিদা/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com