খন্দকার মোশাররফ ব্রেন টিউমারে আক্রান্ত
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ২১:৫১
খন্দকার মোশাররফ ব্রেন টিউমারে আক্রান্ত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ব্রেনে টিউমার ধরা পড়েছে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ব্রেন টিউমার ধরা পড়ে।


৩জুলাই, সোমবার এসব তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।


তিনি বলেন, হাসপাতালটির নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ইউ শেন শাই বলেছেন- খন্দকার মোশাররফ হোসেনের ব্রেনের বহির্বিভাগে একটি স্ফেনয়েড উইং মেনজিওমা টিউমার রয়েছে। এ কারণে হাসপাতালে তার পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রথমত তার অস্ত্রোপচার অথবা আপফ্রন্ট রেডিওথেরাপির জন্য প্রস্তাব করা হয়েছিল তাকে। তবে স্বাস্থ্যগত অবস্থার সঙ্গে উচ্চতর অস্ত্রোপচার এবং জেনারেল অ্যানেসথিসিয়ার ঝুঁকির কারণে তাকে আপফ্রন্ট রেডিওথেরাপি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।


খন্দকার মোশাররফ হোসেন ১৮ জুন রাতে ঢাকার নিজের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেই হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে ২৬ জুন উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।


বিবার্তা/এমই/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com