জাতীয়
১৪৩১ লিংক অপসারণে বিটিআরসিকে অনুরোধ
প্রকাশ : ১১ জুন ২০২৩, ২২:৫৭
১৪৩১ লিংক অপসারণে বিটিআরসিকে অনুরোধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গত ১০ মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক হাজার ৪৩১টি লিংক অপসারণের জন্য বিটিআরসিকে অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


১১ জুন, রবিবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান জুনাইদ আহমেদ পলক।


এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। রবিবারের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ফেসবুক, টিকটক, ম্যাসেঞ্জার ও ইউটিউব ইত্যাদি নিয়মিতভাবে মনিটর করা হয়। ১২০টি উদ্ভূত সাইবার হুমকির বিপরীতে অ্যালার্ট পাঠানো হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গৃহীত কার্যক্রম সংক্রান্ত প্রতিবেদন প্রতি মাসে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হচ্ছে।


তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা এজেন্সি হতে ২০২১ সালের জুলাই হতে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত সাড়ে সাত হাজার জনকে সাইবার সিকিউরিটি বিষয়ে সচেতনতামূলক সেমিনার/প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে সচেতন করা হয়েছে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com