ঢাকা-বেইজিং পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা শনিবার
প্রকাশ : ২৬ মে ২০২৩, ২০:০৭
ঢাকা-বেইজিং পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা শনিবার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চলতি বছরের ১৮ এপ্রিল চীনের মধ্যস্থতায় মিয়ানমানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। চীনের কুনমিং-য়ে অনুষ্ঠিত সেই আলোচনাকে এগিয়ে নিতে এবং দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের জন্য চীনের সঙ্গে আবারও ‘ফরেন অফিস কনসালটেশন’ হতে যাচ্ছে শনিবার (২৭ মে)।


এজন্য চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সান ওয়েইডেং আজ শুক্রবার (২৬ মে) রাতে ঢাকায় আসছেন। 


রবিবার (২৮ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে সান ওয়েইডেং-এর। সব কিছু ঠিক থাকলে এবারে হয়তো উচ্চপর্যায়ের রাজনৈতিক সফরের জন্য আমন্ত্রণপত্রও দিতে পারে বেইজিং।


এ বিষয়ে একটি সূত্র জানায়, ‘পররাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনার মধ্যে রোহিঙ্গা গুরুত্ব পাবে। কুনমিং-য়ে তিনপক্ষের মধ্যে আলোচনাটি এগিয়ে নেওয়া শনিবারের বৈঠকের একটি অন্যতম উদ্দেশ্য। এছাড়া বাংলাদেশও চীনের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা হবে।’


আরেকটি সূত্র জানায়, এ বছরের মধ্যে বাংলাদেশ থেকে উচ্চ পর্যায়ের রাজনৈতিক সফরের বিষয়ে আগ্রহী চীন। এবারে হয়তো সেটির একটি আমন্ত্রণ জানানো হতে পারে।


উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে প্রধানমন্ত্রী সর্বশেষ চীন সফর করেছিলেন।


বিবার্তা/সউদ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com