সংলাপ ইস্যুতে যা বললেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ১৫ মে ২০২৩, ২১:০৯
সংলাপ ইস্যুতে যা বললেন প্রধানমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে আন্দোলনরত বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আলোচনায় কীসের জন্য ডাকব? তাদের ডিমান্ডই তো ঠিক নাই।


সোমবার (১৫ মে) প্রধানমন্ত্রী গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।


যুক্তরাষ্ট্র সফর কালে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখার সময় বাইরে বিক্ষোভরতদের ডেকে কথা বলতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় গণমাধ্যমকে এমনটাই জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর স্পিস রাইটার।


এ প্রসঙ্গে জানতে চাইলে মাথা নেড়ে হ্যাঁ সূচক অভিব্যক্তি জানান প্রধানমন্ত্রী।


পরে যুক্তরাষ্ট্রের সফরকালে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে চাওয়ার প্রসঙ্গ টেনে দেশে আন্দোলনরতদের আলোচনায় ডাকবেন কি না- এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাল্টা প্রশ্ন রেখে বলেন, কাদেরকে? সেই উত্তরটা পরে দিচ্ছি। আলোচনায় কীসের জন্য ডাকতে যাব? তাদের ডিমান্ডই তো ঠিক নাই। যুক্তরাজ্যে যারা ছিলেন তখন বৃষ্টি নেমেছিল। আমি ভাবলাম বাংলাদেশের প্রবাসী, তারা বৃষ্টিতে ভিজবে, তার চেয়ে তাদের ডাকি- কী বলতে চায় শুনি। এখন ঢাকায় বা বাংলাদেশে যারা, তাদের যদি বৃষ্টিতে ভেজা শখের মধ্যে থাকে তারা থাকুক।



বিবার্তা/মঈন/রোমেল/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com