ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলায় র‌্যাকের উদ্বেগ
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩, ১৫:৫৮
ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলায় র‌্যাকের উদ্বেগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বার্তা সংস্থা ইউএনবি’র বিশেষ প্রতিনিধি ও রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) সদস্য মুহম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হাতিরঝিল থানায় মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে র‌্যাক।


বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে র‌্যাক’র কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আহম্মদ ফয়েজ ও সাধারণ সম্পাদক জেমসন মাহবুব এ নিন্দা জানান।


র‍্যাক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক সমাজ শুরু থেকেই বলে আসছে ডিজিটাল নিরাপত্তা আইনে মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকী স্বরূপ। ডিজিটাল নিরাপত্তা আইনের ভয়াবহ ব্যবহার স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হয়ে উঠেছে। অনতিবিলম্বে নিবর্তনমূলক এই আনটি বাতিল করার দাবি জানায় র‍্যাক।


বিবৃতিতে র‌্যাক অবিলম্বে মুহম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জোর দাবি জানায়।


সাংবাদিক মুহম্মদ জাহাঙ্গীর আলম জানান, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ঢাকা মহানগরের হাতিরঝিল থানার একটি মামলায় আমাকে জড়ানো হয়েছে। এই ধরনের অভিযোগের সাথে আমার কোন ধরনের সংশ্লিষ্টতা নেই। আমি মনে করি, কোনো স্বার্থান্বেষী মহল তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই এই ধরনের একটি মামলায় জড়িয়েছে।’



বিবার্তা/সানজিদা/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com