
জিয়া মুক্তিযোদ্ধার ছদ্মবরণে পাকিস্তানীদের চর হিসেবে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রবিবার (২৬ মার্চ) সকাল ৭টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকারের অধীনে একজন চাকুরে ছিল। সেই সরকার তাকে সেক্টর কমান্ডার নিয়োগ দিয়েছিল। এই সরকারের অধীনে স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছে।
তিনি বলেন, বিএনপি ২১ বছর ধরে ইতিহাস বিকৃতি করেছে। এখন বিকৃতি কেটে গেছে এতে তাদের মাথা নষ্ট হয়ে গেছে। তাই তারা এখন আবোল-তাবোল বকছে।
জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধও করেননি বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলটির কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।
বিবার্তা/সোহেল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]