
বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফের সঙ্গে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসন।
১৯ মার্চ, রবিবার দুপুরে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুসুফিয়ান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখতে নোটিশ দেন।
চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে প্রায় ৩০০ পর্যটক আটকা পড়েছেন। তবে তারা নিরাপদে রয়েছেন।
তিনি আরও বলেন, ১৮ মার্চ, শনিবার বেড়াতে আসা পর্যটকদের অনেকেই রাত্রিযাপনের জন্য থেকে গেছেন। হঠাৎ বৈরী আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ হওয়ায় তারা আটকে পড়েছেন। স্থানীয় প্রশাসন পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছেন।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]