শিরোনাম
১৪ বছরে ৪০ হাজার অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে: নসরুল হামিদ
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ২০:১৬
১৪ বছরে ৪০ হাজার অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে: নসরুল হামিদ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

গত ১৪ বছরে ৪০ হাজার অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি জানান, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত পিডিবির আওতায় মোট ৪০ হাজার ৯২টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।


৩০ জানুয়ারি, সোমবার জাতীয় সংসদে নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।


এম আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ জানান, আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৪ বছরে ৪ হাজার ৯৪২ মেগাওয়াট থেকে বর্তমানে ২৬ হাজার ৭০০ মেগাওয়াটে উন্নীত হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা অনুযায়ী ২০২১ সালে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষমাত্রা অর্জিত হয়েছে।


প্রতিমন্ত্রী বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়ার্ট এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়ন করতে সরকার অঙ্গীকারবদ্ধ। সেই লক্ষ্যে সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতের সমন্বিত মহাপরিকল্পনা ‘ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্লান’ প্রণয়ন করেছে, যা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান নসরুল হামিদ।


বিবার্তা/জামাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com