
জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট এর ডাক্তার-কর্মচারীদের বিরুদ্ধে রোগীদের চিকিৎসাসেবা প্রদানে অবহেলা এবং ভর্তি ও অপারেশনের সিডিউল প্রদানে অনিয়ম ও ঘুষ দাবীর অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুদকের উপ-পরিচালক আরিফ সাদিক বিবার্তাকে এনফোর্সমেন্ট টিমের অভিযান সম্পর্কে অবহিত করেন।
সেখানে দালালদের দৌরাত্ম্য ও ডাক্তার দেখানোর ক্ষেত্রে আনসার সদস্যদের দুর্নীতি ও অনিয়ম টিমের নিকট পরিলক্ষিত হয়।
বিষয়টি নিয়ে এনফোর্সমেন্ট টিম, পরিচালক (ভারপ্রাপ্ত), জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, তেজগাঁও এর সাথে আলোচনা করলে, দালালদের দৌরাত্ম্য দূরীকরণ ও আনসার সদস্যদের অনিয়মের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে দুর্নীতি দমন কমিশনকে অবহিত করবেন মর্মে এনফোর্সমেন্ট টিমকে জানান সংশ্লিষ্ট দপ্তরের পরিচালক।
বিবার্তা/সানজিদা/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]