
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। এসময় বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, ওই সময়ে দেশের আবহাওয়া উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
শনিবার (২৬ নভেম্বর) রাতে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামীকাল ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে দেশে রাতের ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। যা উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে বইছে। সন্ধ্যা ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৮ শতাংশ। রবিবার (২৭ নভেম্বর) ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ২১ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে।
উল্লেখ্য,গত ২৪ ঘণ্টায় দেশে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। সারাদেশের মধ্যে কক্সবাজারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুঁলিয়ায়।
বিবার্তা/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]