
পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২ যুবক মারা গেছেন। ২৬ জুন, রবিবার রাত সাড়ে ১০টার দিকে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ২ যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- মো. ফজলু (২৪) ও আলমগীর হোসেন(২৫)।
নিহতদের বন্ধু জয়দেব বিবার্তাকে বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে পদ্মা সেতুতে বেড়াতে যাই। সেখান থেকে ফেরার পথে সেতুর উপরেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। এতে ফজলু ও আলমগীর গুরুতর আহত হয়। পরে তাদেরকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।
নিহতর আলমগীর ও ফজলুর বাড়ি দোহার-নবাবগঞ্জের শমশাবাদ এলাকায়।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিবার্তাকে বলেন, পদ্মা সেতুতে দুই যুবক মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর রাত ১০.৪৫ চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা কে জানানো হয়েছে।
বিবার্তা/বুলবুল/এসবি/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]