
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ককে আলোচনার মাধ্যমে কীভাবে আরো এগিয়ে নেয়া যায় সে বিষয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলাপ হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
বুধবার (১৮ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত বলেন, আমরা দ্বিপাক্ষিক ইস্যুগুলো নিয়ে আলোচনা করেছি। গত কয়েক মাসে আমাদের বেশ কয়েকটি ডায়ালগ হয়েছে। জুনে অর্থনৈতিক বিষয়ক বড় ধরনের উচ্চ পর্যায়ের সংলাপ রয়েছে। দু’দেশের সম্পর্ককে আলোচনার ভেতর দিয়ে কীভাবে এগিয়ে নেয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। কীভাবে এটিকে আরো কর্মযজ্ঞ বাড়িয়ে আমাদের সম্পর্ককে গভীর করা যায় সেটি নিয়ে আমরা আলোচনা করেছি।
র্যাবের নিষেধাজ্ঞা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে পিটার হাস বলেন, র্যাবের বিষয়ে আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। আমরা কিছু বড় ইস্যু নিয়ে আলোচনা করেছি।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]