
গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য শনিবার (১৪ মে) সকাল ৯টা থেকে ১৩ ঘণ্টা নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার গণমাধ্যমে এক জরুরি গ্যাস শাট ডাউন বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য শনিবার (১৪ মে) সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১৩ ঘণ্টা নারায়ণগঞ্জের পঞ্চবটি হতে মুন্সীগঞ্জের মুক্তারপুর পর্যন্ত এলাকার সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস বন্ধ অথবা গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
বিবার্তা/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]