শিরোনাম
বাংলাদেশের প্রশংসায় ভারতের সেনাপ্রধান
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২১, ১৯:৫২
বাংলাদেশের প্রশংসায় ভারতের সেনাপ্রধান
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের প্রশংসা করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে।


তিনি বলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক স্থল সীমানা চুক্তি সম্পন্ন হয়েছে। উভয় দেশ সীমান্ত বিরোধ মীমাংসার ক্ষেত্রে এমন এক সময় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যখন কিছু দেশ বলপ্রয়োগের মাধ্যমে সেটি নষ্ট করার চেষ্টা করছে।


বুধবার (২৪ নভেম্বর) নয়াদিল্লিতে ‘ভারত-বাংলাদেশ: বন্ধুত্বের ৫০ বছর’ শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে জেনারেল নারাভানে এসব কথা বলেন।সেমিনারে বাংলাদেশের হাই কমিশনার মুহাম্মদ ইমরান ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ঝুলে থাকা পানি বন্টনের সমস্যা সমাধানে মনোযোগ দেয়ার আহ্বান জানান।


তিনি বলেন, ভারতের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালানো গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশের প্রচেষ্টা সম্পর্কে তার দেশ সচেতন আছে।


২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে বাংলাদেশ-ভারতের অভ্যন্তরে থাকা ১৬২টি ছিটমহল বিলুপ্ত হয়। এর মাধ্যমে ছিটবাসীদের ৬৮ বছরের বন্দি জীবনের অবসান হয়।


এ প্রসঙ্গে ভারতের সেনাপ্রধান নারাভানে বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের স্থল সীমানা চুক্তি পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং প্রতিশ্রুতির প্রতীক।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com