শিরোনাম
বিধিনিষেধ অমান্যে রাজধানীতে আরও ৫৬৬ জন গ্রেফতার
প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ১৯:৩১
বিধিনিষেধ অমান্যে রাজধানীতে আরও ৫৬৬ জন গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসে প্রতিরোধে দেশে চলমান কঠোর বিধিনিষেধ ভঙ্গ করে বিনা প্রয়োজনে বাইরের বের হওয়ায় ৫৬৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।


সোমবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে ১৬৪ জনকে এক লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।


এদিকে ডিএমপি ট্রাফিক বিভাগ ৪৪৩টি গাড়িকে ১০ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে।


আগের দিন রবিবার রাজধানীতে ৫৮৭ জনকে গ্রেফতার করে পুলিশ।


করোনার প্রকোপ বাড়ায় সরকার গত ২৩ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে কঠোর বিধিনিষেধ জারি করেছে। এসময় অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে হতে নিষেধ করা হয়েছে। বন্ধ রয়েছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানসহ অফিস-আদালত। কিন্তু অনেকেই স্বাস্থ্যবিধি না অনুসরণ করে ঘুরে বেড়াচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীও বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।


বিবার্তা/কেআর/আরকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com