শিরোনাম
‘অনিয়ম বন্ধে অটোমেশনের মাধ্যমে কর আদায় করা হবে’
প্রকাশ : ০৬ মার্চ ২০২১, ২১:১০
‘অনিয়ম বন্ধে অটোমেশনের মাধ্যমে কর আদায় করা হবে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হয়রানি ও অনিয়ম বন্ধে অটোমেশনের মাধ্যমে কর আদায় করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।


শনিবার (৬ মার্চ) দুপুরে রংপুর নগরীর আরডিআরএস ভবনের রোকেয়া হলে আয়োজিত প্রাক বাজেট আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু সভাপতিত্ব করেন।


এনবিআর চেয়ারম্যান বলেন, দেশের উন্নয়নে কর দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। জাতীয় অর্থনীতিতে রাজস্ব আহরণের অন্যতম উৎস হলো কর।


আলোচনায় রংপুর চেম্বার অব কমার্স ও বিভাগের সব জেলা চেম্বারের ব্যবসায়ীরা অংশ নেন। এসময় আসন্ন বাজেটে রংপুরকে এগিয়ে নিতে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন ব্যবসায়ীরা।


রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ- এর আয়োজনে সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ড (কর নীতি) এর সদস্য মো. আলমগীর হোসেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস্ নীতি ও আইসিটি) সৈয়দ গোলাম কিবরীয়া, সদস্য (মুসক নীতি) মো. মাসুদ সাদিকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


বিবার্তা/আদনান/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com