শিরোনাম
রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি
প্রকাশ : ০২ মার্চ ২০২১, ০৯:১৯
রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক আদালতে গাম্বিয়া কর্তৃক দায়ের করা রোহিঙ্গাদের ওপর গণহত্যা মামলার ব্যাপারেও সমর্থন দেবে সংস্থাটি।


ওআইসির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সোমবার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেয়।


প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ওআইসি’র রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব ইউসেফ আলদোবেই।


বৈঠকে ওআইসি প্রতিনিধি দল মিয়ানমার থেকে বিতাড়িত ১১ লাখ রোহিঙ্গাকে মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ সরকারের উচ্ছ্বসিত প্রশংসা করেন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com