শিরোনাম
দেশে টিকা গ্রহণকারীর সংখ্যা ৩১ লাখ ছাড়িয়েছে
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৪
দেশে টিকা গ্রহণকারীর সংখ্যা ৩১ লাখ ছাড়িয়েছে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশব্যাপী করোনার টিকা দেয়া শুরু থেকে রবিবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত ৪৩ লাখ ১১ হাজার ৭০৮ জন নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে এ পর্যন্ত টিকাগ্রহণ করেছেন ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জন। এর মধ্যে পুরুষ ২০ লাখ ১২ হাজার ১৮১ ও নারী ১০ লাখ ৯৮ হাজার ৩৪৪ জন। এ পর্যন্ত ৭৩৩ জনের শরীরে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।


রবিবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


গত ২৪ ঘণ্টায় টিকা গ্রহণ করেছেন এক লাখ ২৫ হাজার ৭৫২জন। তাদের মধ্যে পুরুষ ৭৫ হাজার ১৫৫ ও নারী ৫০ হাজার ৫৯৭ জন। এরমধ্যে ২২ জনের শরীরে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার পর্যন্ত ৪৩ লাখ ১১ হাজার ৭০৮ জন নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে এ পর্যন্ত টিকাগ্রহণ করেছেন ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জন। এর মধ্যে পুরুষ ২০ লাখ ১২ হাজার ১৮১ ও নারী ১০ লাখ ৯৮ হাজার ৩৪৪ জন। এ পর্যন্ত ৭৩৩ জনের শরীরে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী মোট টিকাগ্রহণকারী ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জনের মধ্যে ঢাকায় ছয় লাখ ৮১ হাজার ৮০৩ জন, ময়মনসিংহে এক লাখ ৩৫ হাজার ১২৪ জন, চট্টগ্রামে ছয় লাখ ৮১ হাজার ১০৩ জন, রাজশাহীতে তিন লাখ ৪৩ হাজার ৯১০ জন, রংপুরে দুই লাখ ৮৪ হাজার ২৩০ জন, খুলনায় তিন লাখ ৮৪ হাজার ৫৫৬ জন, বরিশালে এক লাখ ৪৭ হাজার ৪৭২ জন এবং সিলেট বিভাগে এক লাখ ৯২ হাজার ৯১ জন টিকা নেন।


ডিজিএইচএস জানায়, ঢাকা শহরের ৫০টি এবং রাজধানীর বাইরে ১০০৫টি হাসপাতালে সপ্তাহের শুক্রবার বাদে প্রতিদিন সকাল ৮ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকা দেয়া হয়। তবে স্বাস্থ্য কর্মকর্তারা জানান কিছু হাসপাতাল সারাদিন টিকা দান কর্মসূচি অব্যাহত রাখবে।


জনসাধারণকে করোনা টিকা পেতে সুরক্ষা ওয়েবসাইটে (www.surokkha.gov.bd) গিয়ে নিবন্ধন করতে বলা হয়েছে। টিকা সম্পর্কে তথ্য পাওয়ার জন্য জরুরি হটলাইন নম্বর হলো ১৬২৬৩, ৩৩৩ এবং ১০৬৫৫।


বিবার্তা/বিজ্ঞপ্তি/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com