শিরোনাম
চার দিনে মেলায় আয় ১৩৪৬ কোটি টাকা
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৯, ২০:৪৩
চার দিনে মেলায় আয় ১৩৪৬ কোটি টাকা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে করদাতারা আয়কর মেলার চতুর্থ দিনে কর প্রদান ও সেবা গ্রহণ করেছেন। গত চারদিনে মেলায় মোট আয়কর সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ১৩৪৬ কোটি ৮০ লাখ ২৫ হাজার ৫১২ টাকা। চতুর্থ দিন ৮টি বিভাগীয় শহর ও ৫৬ জেলা শহর মিলে সারাদেশে মোট ৬৪টি স্পটে মেলা অনুষ্ঠিত হয়েছে।


এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে মেলা চলে। পুরো সময়জুড়ে করদাতা ও সেবা গ্রহীতাদের পদচারণায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ, বিশেষ করে তরুন ও নারী করদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।


চারদিনে মেলায় সেবা গ্রহণকারির সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৬৮ হাজার ৯০৭ এবং আয়কর রিটার্ন দাখিল হয়েছে মোট ৩ লাখ ১৪ হাজার ৫৬৫টি। এছাড়া এ সময়ে নতুন ই-টিআইএন নিবন্ধন হয়েছে ১৬ হাজার ৫৪১।


করদাতাদের সুবিধার্থে এবারই প্রথম আয়কর মেলার জন্য একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট চালু করা হয়েছে। মেলায় রিটার্ন দাখিল, কর আহরণ, সেবা গ্রহণকারী ও নতুন ই-টিআইন গ্রহণের সংখ্যা বিগত বছরের মেলার তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।-বাসস


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com