শিরোনাম
সারা দেশে নৌযান চলাচল শুরু
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৯, ০৯:৪২
সারা দেশে নৌযান চলাচল শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাব কেটে যাওয়ায় সারা দেশে নৌযান চলাচল শুরু হয়েছে। আজ সোমবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে এই নৌযান চলাচল শুরু হয়।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপ‌রিবহন কর্তৃপ‌ক্ষ-বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।


এর আগে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে শুক্রবার থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছিল বিআইডব্লিউটিএ। এদিন সন্ধ্যা ৭টার পর থেকে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল থেকে কোনো যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যায়নি।


এদিকে শনিবার রাত ৯টায় পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ উপকূলে আঘাত হানার ক্রমশ দুর্বল হয়ে ঝড়টি বাংলাদেশে আসে মধ্যরাতে, পরে তা আরো দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার ভোর ৫টার দিকে ঝড়টি খুলনা, বরগুনা ও বাগেরহাটে আঘাত হানে। এরপর ক্রমান্বয়ে তা দুর্বল হয়ে পড়ে। পরে সকাল সাড়ে ৯টায় ১০ নম্বর সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত রাখতে বলে আবহাওয়া অধিদফতর।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com