শিরোনাম
ড্রিমলাইনার ‘রাজহংস’ আসছে শনিবার বিকালে
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৫
ড্রিমলাইনার ‘রাজহংস’ আসছে শনিবার বিকালে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চতুর্থ বোয়িং ৭৮৭-৮ যুক্তরাষ্ট্রের সিয়াটনের তৈরি ড্রিমলাইনার ‘রাজহংস’ শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে দেশে আসছে।


মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড্রিমলাইনার ‘রাজহংস’ শুভ উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।


বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার শুক্রবার এই তথ্য জানিয়েছেন।


বিমান বাংলাদেশ সূত্র জানিয়েছে, শনিবার ৩টা ৪৫ মিনিটের সময় ড্রিমলাইনার ‘রাজহংস’ উড়োজাহাজটি ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরে এসে অবতরণের কথা রয়েছে। ইতোমধ্যে ‘রাজহংসের চাবি বিমানকে বুঝিয়ে দিয়েছে বোয়িং কোম্পানি।


সংশ্লিষ্ট সূত্র আরো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১৩ সেপ্টেম্বর দুপুর ১২টায় বিমানের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করছে। বাংলাদেশ সময় শনিবার বিকেল ৩ টা ৪৫ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দওে পৌঁছার কথা রয়েছে। এ উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৬টি। দেশে পৌঁছার পর ড্রিমলাইনারকে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হবে।


বিমান বাংলাদেশ-এর কর্মকর্তারা জানিয়েছেন, বিমানকে উড়োজাহাজের মালিকানা হস্তান্তর করেন বোয়িং পরিচালক (ডেলিভারি কন্টাক্ট) জন বর্বার এবং বিমানের পক্ষে পরিচালক (প্রকিওরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট) মো. মমিনুল ইসলাম চাবি বুঝে নেন।


এ সময় বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারী, পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমেদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিনিয়র পাইলট সোহেল চৌধুরীসহ বিমান ও বোয়িংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com