শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক
রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় ভূমিকা রাখবে চীন
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৯
রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় ভূমিকা রাখবে চীন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকায় চীনের নবনিযুক্ত রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, বাংলাদেশ থেকে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীন গঠনমূলক ও সক্রিয় ভূমিকা পালন করবে।


তিনি বলেন, আমরা এইস্যুতে কাজ করছি এবং মিয়ানমারে আমাদের রাষ্ট্রদূত (এ বিষয়ে) রাখাইন রাজ্য সফর করেছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার জাতীয় সংসদ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূতএ কথা বলেন।


সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।


বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য একটি বড় বোঝা। তাদের অবশ্যই তাদের নিজ বাসভূমিতে ফিরে যেতে হবে।


তিনি বলেন, মিয়ানমারকে অবশ্যই জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তারা যাতে তাদের বাসস্থানে ফিরে যায়, সেজন্য তাদের মধ্যে আস্থা ও বিশ্বাস সৃষ্টি করতে হবে।


ব্যবসা ও বিনিয়োগ প্রসঙ্গে রাষ্ট্রদূত লি জিমিং বলেন, চীনের উদ্যোক্তারা বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বাংলাদেশে পরস্পরের জন্য লাভজনক প্রকল্পের ওপর গুরুত্ব দেন।


গত ১০ বছরে বাংলাদেশের অসাধারণ উন্নতির ভূয়সী প্রশংসা করে লি জিমিং বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য সাধারণ নেতৃত্বের কারণে বাংলাদেশ এ সাফল্য অর্জন করেছে। রাষ্ট্রদূত বলেন, চীনের কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ আওয়ামী লীগের গন্তব্য একই।


বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে চীনের সহায়তা প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, চীন সব সময় বাংলাদেশকে সহায়তা করেছে। শেখ হাসিনা বলেন, তার সরকার আনোয়ারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীনা উদ্যোক্তাদের জন্য জমি বরাদ্দ দিয়েছে।


বিসিআইএম-ইসি উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, এটি বাস্তবায়ন করা হলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হবে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া মিলে একটি বড় বাজার।


প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে অবহিত করেন,বঙ্গবন্ধুর চীন সফর বিষয়ে একটি বই প্রকাশিত হবে। জবাবে লি জিমিং বলেন, আমরা বইটি চীনা ভাষায় অনুবাদ করতে চাই। সূত্র: বাসস


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com