শিরোনাম
তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কঠোর নির্দেশনা
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২৩
তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কঠোর নির্দেশনা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পবিত্র আশুরায় তাজিয়া মিছিল নিয়ে কঠোর নির্দেশনা জারি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। ১০ মহররম (১০ সেপ্টেম্বর) মঙ্গলবার পবিত্র আশুরার তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে।


রবিবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক জরুরি বার্তায় বলা হয়, তাজিয়া মিছিলে পাইক দলভুক্ত ব্যক্তি দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করে ক্ষেত্র বিশেষে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে। যা ধর্মপ্রাণ ও নগরবাসীর মনে আতঙ্ক ও ভীতিসৃষ্টিসহ জননিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ। তাছাড়া মহররম মাসে পবিত্র আশুরা উপলক্ষে আঁতশবাজি ও পটকা ফোটানো হয়। যা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।


বার্তায় উল্লেখ করা হয়েছে, ডিএমপির অর্ডিন্যান্স নং-III/৭৬ এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ডিএমপি কমিশনার তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আঁতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন।


এ আদেশটি তাজিয়া মিছিল শুরু হতে শেষ সময় পর্যন্ত বলবৎ থাকবে।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com