শিরোনাম
রমা চৌধুরীর মৃত্যুতে বিবার্তা পরিবারের শোক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৭
রমা চৌধুরীর মৃত্যুতে বিবার্তা পরিবারের শোক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

একাত্তরের বীরাঙ্গনা ও জননীখ্যাত লেখিকা রমা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অনলাইন নিউজ পোর্টাল বিবার্তা২৪ডটনেট সম্পাদক বাণী ইয়াসমিন হাসি ও বিবার্তা পরিবারের সদস্যরা। একইসাথে মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।


একাত্তরের বীরাঙ্গনা রমা চৌধুরী মুক্তিযুদ্ধের ঝাপটায় ঘরবাড়ি, নিজের দুই সন্তান হারানো বিপর্যস্ত এক জীবনসংগ্রামী। একাত্তরে মহান মুক্তিযুদ্ধে অগণিত মা-বোন সম্ভ্রম হারিয়েছিলেন। রমা চৌধুরী তাদেরেই একজন।


২০১৬সালে অনলাইন নিউজ পোর্টাল বিবার্তা২৪ডটনেটের ‘গুনীজন সম্মাননা’য় ভূষিত হন রমা চৌধুরী।


চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে লাইফসাপোর্টে নেয়ার পর সোমবার ভোর ৪টা ৪০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগ নিয়ে গত জানুয়ারি থেকে তিনি চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ছিলেন।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com