ভয়েস এর উদ্যোগে ‘ডিজিটাল সুরক্ষা ও নিরাপত্তা’ প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১৯:০০
ভয়েস এর উদ্যোগে ‘ডিজিটাল সুরক্ষা ও নিরাপত্তা’ প্রশিক্ষণ কর্মশালা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নারী সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের অংশগ্রহণে ‘ডিজিটাল সুরক্ষা ও নিরাপত্তা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৭ নভেম্বর) এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘ভয়েস’।


ভয়েস দীর্ঘদিন ধরে বাংলাদেশের নারী সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের কর্মজীবনে চলমান গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জসমূহ নিয়ে কাজ করে যাচ্ছে- বিশেষত, যারা অনলাইনে হয়রানি, সাইবার বুলিং, স্টকিং, ডক্সিং, ডিজিটাল সুরক্ষা আইনের আওতায় মামলা, যত্রতত্র গ্রেফতার এবং আটক হওয়ার মত ঘটনার সম্মুখীন হয়েছে।


কর্মশালার উপজীব্য ছিল, সাংবাদিক ও নারী অধিকার কর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রযুক্তিগত জ্ঞান ও ব্যবহারিক দিকনির্দেশনার ওপর আলোকপাত, যাতে তারা ডিজিটাল হুমকিসমূহ এবং অনলাইনে বিভিন্ন হয়রানির মোকাবিলা করতে পারেন। এছাড়াও এই উদ্যোগের মাধ্যমে সাংবাদিক এবং নারী মানবাধিকারকর্মীগণ ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদভাবে কাজ করতে আত্মবিশ্বাসী হবে। অনলাইনে নিরাপত্তা ও মূল্যবান তথ্যের সোর্সসমূহকে সুরক্ষিত করতে পারবে।


ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞ আশরাফুল হক এই সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি ই-মেইল ও বার্তা আদান-প্রদানে এনক্রিপ্টেড বা সুরক্ষিত যোগাযোগ মাধ্যমের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সুরক্ষিত মাধ্যমে পেশাগত যোগাযোগ করলে পরীক্ষিতভাবে ডিজিটাল হুমকি ও হয়রানি এড়িয়ে চলা যায়, যা নারী সাংবাদিক ও অধিকারকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


তিনি তাদের পেশাগত দায়িত্বপালনের সময়ে বিভিন্ন ঝুঁকি এড়িয়ে চলতে, বিশ্বজুড়ে বিশ্বস্ত যোগাযোগ সহায়ক হিসেবে পরিচিত ভিপিএন ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।


কর্মশালায় ডিজিটাল অধিকার বিশেষজ্ঞ রেজওয়ান ইসলাম বলেন, প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে অনলাইন প্ল্যাটফর্মগুলোর দ্রুত জনপ্রিয়তার ফলে সাংবাদিকতা এবং অধিকার সম্পর্কিত কার্যক্রম পরিচালনা এখন অনেকাংশেই ডিজিটাল যোগাযোগের ওপর নির্ভরশীল। তবে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে যে ব্যবহারিক জ্ঞান প্রয়োজন তার অভাব থাকায় নারী সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা প্রায়শই অনলাইন হয়রানির শিকার হন।


ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, সাংবাদিক ও নারী মানবাধিকারকর্মীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনুসন্ধানী তথ্য থাকে, যার ফলে তারা প্রায়ই বেআইনি নজরদারি বা হ্যাকিংয়ের সম্মুখীন হন। তাদের পেশাগত এবং ব্যক্তিগত নিরাপত্তার জন্য ডিজিটাল সুরক্ষার দক্ষতা নির্মাণে ভয়েস বদ্ধপরিকর।


কর্মশালায় নারী সাংবাদিক ও নারী অধিকারক কর্মীগণ অংশগ্রহণ করেন।


বিবার্তা/রোমেল/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com