ডিআরইউ-এর সদস্যদের বার্ষিক চাঁদা পরিশোধের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। চাঁদা পরিশোধের সময়সীমা আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে, চাঁদা পরিশোধের জন্য বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। সদস্যদের অনুরোধের প্রেক্ষিতে চাঁদা পরিশোধের সময়সীমা আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
উল্লেখিত সময়ের মধ্যে ডিআরইউ কার্যালয়ে বার্ষিক চাঁদা ৩০০ টাকা ও কল্যাণ তহবিলের বার্ষিক চাঁদা ২০০ টাকাসহ মোট ৫০০ টাকা পরিশোধ করার জন্য ডিআরইউ-এর পক্ষ এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গঠনতন্ত্র অনুযায়ী হালনাগাদ চাঁদা পরিশোধ না থাকলে ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত করার সুযোগ থাকবে না।
উল্লেখ্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গঠনতন্ত্রের ৭(গ) ধারা অনুযায়ী সদস্যদের জন্য মাসিক ২৫ টাকা হারে বার্ষিক ৩০০ টাকা চাঁদা পরিশোধের বিধান রয়েছে। এছাড়া সংগঠনের কল্যাণ তহবিলে প্রত্যেক সদস্যের জন্য বার্ষিক চাঁদা ২০০ টাকা নির্ধারিত আছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]