
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে হত্যা চেষ্টার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৭জনের বিরুদ্ধে কুষ্টিয়ায় মামলা দায়ের করেছেন মাহমুদুর রহমান।
১০ অক্টোবর, বৃহস্পতিবার দুপুর ১টায় কুষ্টিয়া অস্থায়ী মডেল থানায় এ মামলাটি দায়ের করা হয়।
মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ, কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার মেহেদী হাসান, কুষ্টিয়া মডেল থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) নাসিরসহ আরো অনেকে।
মামলা দায়ের করার পর আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, পলাতক ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার নির্দেশে তার গুণ্ডাবাহিনী কুষ্টিয়া কোর্ট প্রাঙ্গণে আমার ওপর হামলা করেছিল। তার বিরুদ্ধে আজ কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছি। এ ঘটনায় যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিবাদ সরকার যেন সংঘঠিত না হতে পারে এবং বাংলাদেশের মানুষের অধিকার, বাকস্বাধীনতা ও আদালতের মর্যাদা ফিরে পায় সেসব বিষয নিশ্চিত করার আহবান জানান।
পরে দুপুর ২টায় কুষ্টিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এসময় তাকে ফুল দিয়ে বরণ করেন কুষ্টিয়ার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সভাপতি মো. আব্দুল্লাহ, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জুবায়েদ রিপন ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রজ্জাক।
বিবার্তা/শরীফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]