শাইখ সিরাজের বিরুদ্ধে মামলা করলেন ফারজানা ব্রাউনিয়া
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫৬
শাইখ সিরাজের বিরুদ্ধে মামলা করলেন ফারজানা ব্রাউনিয়া
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রতারণার অভিযোগে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া। এ মামলার অন্য আসামিরা হলেন জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আব্দুর রশিদ মজুমদার পারভেজ ও রিয়াজ আহমেদ খান।


বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে এ মামলা করেন। এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।


মামলার সূত্রে জানা গেছে, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় চ্যানেল আইয়ে প্রচারিত স্বর্ণ কিশোরী অনুষ্ঠানটি কোনো নোটিশ ছাড়াই বন্ধ করে দেয়। সেই সঙ্গে অনুষ্ঠানটির উপস্থাপিকার বেতনও বন্ধ করে দেন। বাদী ফারজানা কয়েকবার বিষয়টি চ্যানেল আইকে জানালে, তাকে জানানো হয় তার পাওনা অর্থ পরিশোধ করা হবে। পরবর্তীতে পাওনা টাকা চাইলে কয়েকজন বাদীর পথ আটকে চাদা দাবি করেন এবং জীবননাশের হুমকি দেওয়া হয়। এ বিষয়ে ফারজানার অভিযোগ শাইখ সিরাজ শেখ হাসিনার নির্দেশে কিশোরীদের প্রাণের অনুষ্ঠানটি বন্ধ করে দেন। যার ফলে পুষ্টি এবং শিক্ষায় পিছিয়ে পরে একটি জনগোষ্ঠী।


অভিযোগকারী ব্রাউনিয়া সাংবাদিকদের বলেন, তিনি ২০১২ সাল থেকে 'স্বর্ণ কিশোরী, সূর্য কিশোর'দের নিয়ে চ্যানেল আইতে অনুষ্ঠান করতেন। কিন্তু ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনের নামে মানববন্ধন করায় ওই অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।


আর এ ঘটনা শাইখ সিরাজ ঘটিয়েছিলেন অভিযোগ করে তিনি বলেন, তার বেতন বন্ধ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয় এবং দুই কোটি শিশু কিশোর ক্ষতির মুখে পড়ে।


ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপিকা হিসেবে ক্যারিয়ার শুরু বাংলাদেশ টেলিভিশনে। পরে যোগ দেন চ্যানেল চ্যানেল আইতে। সেখানে তিনি গেম শো 'লেটস মুভ', রাজনীতিভিক্তিক শো 'হাঁড়ি কড়াই রান্নার লড়াই' এবং 'চ্যানেল আই সেরা কণ্ঠ' সহ নানা অনুষ্ঠান করে খ্যাতি অর্জন করেন।


আলোচিত এই উপস্থাপিকা ২০১৮ সালের শেষদিকে বিয়ে করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com