
মিথ্যা ও মানহানিকর খবর প্রকাশের অভিযোগে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে অর্থ মোকদ্দমা (মানি স্যুট) করেছে ওরিয়ন গ্রুপ।
ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মামলাটি করা হয়।
আগামী ১০ অক্টোবর মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।
ওরিয়ন গ্রুপের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক মো. মোখলেছুর রহমান আদালতে এ মামলা করেন। মামলায় ইনডিপেনডেন্ট টেলিভিশন এবং টেলিভিশনের প্রধান সম্পাদক শামছুর রহমান ও প্রতিবেদক আবদুল্লাহ আল রাফীকে বিবাদী করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী আরিফুর রহমান এসব তথ্য জানান।
আইনজীবী আরিফুর রহমান জানান, ওরিয়ন গ্রুপের মালিকানাধীন বিদ্যুৎকেন্দ্র নিয়ে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশ করেছে ইনডিপেনডেন্ট টেলিভিশন। এ জন্য ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনসহ তিন বিবাদীর বিরুদ্ধে অর্থ মোকদ্দমা করা হয়েছে। আগামী ১০ অক্টোবর মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।
মামলায় বলা হয়, ওরিয়ন গ্রুপকে নিয়ে ১৩ সেপ্টেম্বর ‘বিদ্যুৎকেন্দ্রের নামে ওরিয়নের হাজার হাজার কোটি টাকা পাচার’ শীর্ষক প্রতিবেদন সম্প্রচার করে ইনডিপেনডেন্ট টেলিভিশন। ওরিয়ন এই প্রতিবেদনের তথ্য ভিত্তিহীন দাবি করে তা প্রত্যাখ্যান করছে।
ওরিয়ন গ্রুপ বলেছে, ইনডিপেনডেন্ট টেলিভিশন বিভ্রান্তিকর প্রতিবেদন সম্প্রচার করেছে। ওরিয়ন গ্রুপ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায়িক কার্যক্রমের জন্য প্রায়ই ঋণের প্রয়োজন হয় এবং ওরিয়ন ধারাবাহিকভাবে সব ঋণ সময়মতো পরিশোধ করেছে। ওরিয়ন গ্রুপের কোনো কোম্পানিতে কোনো বহিরাগত রাজনৈতিক মালিকানা নেই। রাজনৈতিক অংশীদারত্বের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব খাটানো এবং অর্থ আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]