
নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশনের নড়াইল প্রতিনিধি মো. আজিজুল ইসলাম (৫০)কে মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত ব্যক্তি।
সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে ৩ টার দিকে আজিজুল ইসলামের ব্যবহৃত অফিসিয়াল নাম্বারে ফোন করে এ হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় সকালে ভুক্তভোগী সাংবাদিক মো. আজিজুল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাত সাড়ে ৩ টার সময় অজ্ঞাতনামা ব্যাক্তির মোবাইল নম্বর হতে মো. আজিজুল ইসলামের অফিসিয়াল ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন করে খুন-জখমসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি প্রদান করে। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় আছেন। পরে তিনি নিরাপত্তার স্বার্থে নড়াইল সদর থানায় উপস্থিত হয়ে সাধারণ ডায়রি (জিডি) করেন।
নড়াইল সদর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক এসআই আমীর বলেন, এ ব্যাপারে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/শরিফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]