
ফেনীর দাগনভুঞা প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
১১ মার্চ, সোমবার স্থানীয় স্টার রেডিসন রেস্টুরেন্টে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদরের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
তিনি বলেন, সরকারের ধারাবাহিক উন্নয়ন প্রচার করুন, অনিয়ম দেখলে সংবাদ প্রচার করুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনআরবি গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, দাগনভুঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবীর রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন।
দাগনভুঞা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ইয়াছিন সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন করিম রনির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন, দাগনভুঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন, সোনাগাজী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক বখতেয়ার মুন্না, রফিকুল ইসলাম, শাহাদাত হোসাইন, আজাদ মালদার, জমির বেগ, এমএ তাহের, শেখ ফরিদ উদ্দিন প্রমুখ ।
এ ছাড়া ও উক্ত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিবার্তা/মনির/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]