ফেনী সাংবাদিক ফোরামের নতুন সভাপতি ফয়েজ, সম্পাদক আরাফাত
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ২২:৩০
ফেনী সাংবাদিক ফোরামের নতুন সভাপতি ফয়েজ, সম্পাদক আরাফাত
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকায় কর্মরত ফেনী জেলার সাংবাদিকদের সংগঠন ‘ফেনী সাংবাদিক ফোরাম-ঢাকা’র নির্বাচনে ফয়েজ উল্লাহ ভূঁইয়া (নয়া দিগন্ত) সভাপতি ও আদিত্য আরাফাত (ডিবিসি নিউজ টেলিভিশন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


৭ মার্চ, বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্টুরেন্টে দ্বি-সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ফোরামের বিদায়ী সভাপতি তানভীর আলাদিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফোরামের প্রধান উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।


ইকবাল সোবহান চৌধুরী বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে ফেনীর ঐতিহ্য ধরে রাখতে হলে নতুনদের পেশায় আসার সুযোগ তৈরিতে অগ্রজদের ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে ঢাকাস্থ ফেনী সাংবাদিক ফোরামকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।


ঢাকায় ফেনীর সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি তৈরি করে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সংগঠন, ফোরাম- এসবের উদ্দেশ্যই হচ্ছে পারস্পরকে স্ব স্ব ক্ষেত্রে সহযোগিতা করা।


তিনি ঢাকাস্থ ফেনী সাংবাদিক ফোরামের সদস্যদের জন্য কল্যাণ ফান্ড গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই ফান্ডের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরো সম্প্রসারিত হবে।


সংগঠনের অন্য পদগুলোতে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি সরোয়ার আলম (দেশ রূপান্তর) ও জাফর ইকবাল (সংগ্রাম), যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান রাজু (বাসস), কোষাধ্যক্ষ বুরহান ফয়সাল (ঢাকা মর্নিং নিউজ), সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সোহেল (জাগো নিউজ), দফতর ও প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন চিশতি (রাইজিং বিডি), বিনোদন সম্পাদক সৈয়দ সাখাওয়াত হোসেন মিশু (ঢাকা পোস্ট)।


নির্বাহী কমিটির সদস্যরা হলেন- তানভীর আলাদিন (বাসস), আমির হোসেন জনি (দি ইকোনমিক এক্সপ্রেস), সাজেদা সুইটি (এটিএন নিউজ), সালমা আফরোজ (একুশে সংবাদ), আনোয়ার ইব্রাহীম (সমকাল) ও কেফায়েত শাকিল (বাংলাভিশন)।


প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ফোরামের সাবেক সভাপতি মোতাহের হোসেন মাসুম, কমিশনার ছিলেন জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও ফোরামের সাবেক সাধারণ সম্পাদক লোটন একরাম।


বিবার্তা/মনির/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com